বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
এস চৌধুরী, নিজস্ব প্রতিবেদক।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, কাপ্তাই শাখার উদ্যোগে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে রবিবার( ১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পু্ষ্প মাল্য অর্পন, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, কাপ্তাই শাখার সাধারণ সম্পাদিকা বিউটি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, রাঙ্গামাটি এর সহ মিডিয়া ও প্রচার সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা এবং প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়।
উক্ত সভায় ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ,রাঙ্গামাটি এর সহ মিডিয়া ও প্রচার সম্পাদক তার বক্তব্যে বলেন হাজার বছরের বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলকে এদিনে হত্যার মাধ্যমে গোটা জাতিকে বিশ্বের দরবারে কলঙ্কিত করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।