মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
খাগড়াছড়ি মানিকছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের উত্তর ছদুরখীল নামার পিড়া ৫ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি এবং নারী ও শিশু অপহরণের ঘটনায় পরিবারসহ ধর্ষণ মামলার আসামিকে আটক করে মানিকছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) আসামিদের বাড়ি ঘেরাও করে স্ত্রী ও সন্তানসহ আনু মিয়াকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন সিআর (এনএসপি) মামলা নম্বর ১৩৩/২২ এর ওয়ারেন্টভুক্ত আসামি আনু মিয়া (৫৫), স্ত্রী রাজিয়া বেগম (৪০) ও তাদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (২১) ।
উল্লেখ্য, ৯ মার্চ প্রতিবেশী ৫ বছরের এক শিশু কন্যাকে পাশবিক নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারার বাদী হয়ে মামলা করে ভিকটিমের মা।
পরে বৃহস্পতিবার বিকেলে ধর্ষণ মামলার একমাত্র আসামি আনু মিয়া ও তার পরিবারসহ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী (পলাতক) উদ্ধার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।