সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
পবিত্র দেব নাথ মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দরগা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক রায়হান মিয়া (২৫) দরগা গেইট বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের টিনের চালে উঠে ইন্টারনেট লাইনের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত একটি ছেড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি তড়িতাহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মোতালেব মিয়ার পুত্র বলে জানা গেছে।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই পনুয়েল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।