রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
কাউছার হামিদ আপন খাগড়াছড়ি (মানিকছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় তাইন্দং বাজারে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৫ই জানুয়ারী বুধবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় মইনীয়া যুব ফোরাম তাইন্দং ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। মহা গ্রন্থ আল কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল ( সঃ) পরিবেশনের মধ্য দিয়ে
অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন মো. আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জনাব মোঃ আলা উদ্দিন।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, খলিফায়ে মাইজভান্ডারি শাহ মোহাম্মদ আসলাম হোসাইন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ হুমায়ুন কবির চেয়ারম্যান তাইন্দং ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাআত মাটিরাংগা উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। মো. হাবিবুর রহমান পায়েল যুগ্ম সাধারণ সম্পাদক মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি। মো. আকবর হোসেন রুবেল যুগ্ন সাধারণ সম্পাদক মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি। মো. মাহবুবুর রহমান আপন সাধারণ সম্পাদক মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন যথাক্রমে শায়ের মো. মুনসুর সাংস্কৃতিক ফোরাম চট্টগ্রাম। শাহ মোঃ আব্দুল মোতালেব মাস্টার খলিফা মানিকছড়ি। মো. আহসানুল কবির আশ্রাফ সাংগঠনিক সম্পাদক মইনীয়া যুব ফোরাম খাগড়াছড়ি। সভাপতি মইনীয়া যুব ফোরাম খাগড়াছড়ি সদর উপজেলা। কাউছার হামিদ আপন সভাপতি মইনীয়া যুব ফোরাম মানিকছড়ি। সভাপতি মইনীয়া যুব ফোরাম পানছড়ি। সভাপতি মইনীয়া যুব ফোরাম দীঘিনালা। সভাপতি মইনীয়া যুব ফোরাম মাটিরাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান মেহমানের আলোচনা শেষে আঞ্জুমানে মইনীয়া মাইজভান্ডারি তাইন্দং ইউনিয়ন কমিটির সভাপতি মো.ওমর আলীর সভাপতিত্বে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং রাত ১২ঘটিকায় দোয়া মিলাদ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।