শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
এম এ এইচ নাঈম (স্টাফ রিপোর্টার)
আলিনগর থেকে ভোলা জজকোটের চাকরিচ্যুত দূর্নীতিগ্রস্ত গোলাম রফিকের শ্যালোক সম্রাটকে ১২০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ আটক।
ভোলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম এর নির্দেশে ভোলার আলিনগর ৯ নং ওয়াডে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া ডিবি পুলিশোর এসআই মোঃ মিলন হাওলাদার ও এসআই শংকর কুমার ঘোষ অভিযান করিয়া শফিউর রহমান এর ছেলে হাসনাইন আহমেদ সম্রাট (৩০) সামসুদ্দিন সর্দারের ছেলে মাইনুদ্দিন, (২৫) বজলুর ছেলে সিরাজ(৫০) শেখ ফরিদ এর ছেলে আমজাত কে আলিনগর থেকে ১২০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশের চৌকস এই টিম গ্রেপ্তার করে।
জানা যায় আটক কৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জরিত ছিল বলে জানান এলাকা বাসি।
এলাকাবাসি জানান মাদকের ডন সম্রাট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে সম্রাট যতবার ধরা খায় ততবার সম্রাটের দুলা ভাই ভোলা জজ কোটের প্রভাব শালি পেসকার এর মাধ্যমে ছাড়া পায় বলে জানান এলাকাবাসি।
এলাকাবাসি জানান, সম্রাট এর মাদক বেচা কিনার ইন্ধন দাতা নাকি সম্রাটের দুলা ভাই জজকোটের চাকরিচুৎ দূর্নীতিগ্রস্ত গোলাম রফিক।
সম্রাট এতবার মাদক সহ গ্রেপ্তারের পর তারা তারি বের হওয়ার পেছনে তার হাত আছে বলে এলাকা বাসির ধারনা।
ওসি ডিবি শহিদুল ইসলাম জানান আটককৃতদের নামে ভোলা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি ডিবি শহিদুল ইসলাম জানান মাদক ব্যবসায়ীর হাত যত বড়ই হোক না কেন আইনের হাতের চেয়ে বড় না।
তিনি জানান, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে যতদিন পর্যান্ত নির্মুল না হবে ততদিন পর্যান্ত।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।