মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বেলকুচি উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় চুড়ান্ত প্রতিযোগিতা ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ৩১ শে জুলাই বেলকুচি সরকারি কলেজ মাঠে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অত্র গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
খেলাটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক
আব্দুর রউফ কোমল। উক্ত খেলাটি বালিকাদল দুলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ দুলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ গোলে সমাপ্তি হয়।
অন্য দিকে বালকদল দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম ধুখুরিয়াবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ ধুখুরিয়াবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ গোলে খেলাটি সমাপ্তি হয়। পরে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।