সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি সিলেট
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ও জালালাবাদ ইউনিয়নের বৃহত্তর দশগ্রামের প্রায় লক্ষাধীক জনসাধারণের একমাত্র যোগাযোগ মাধ্যম (লামাকাজি পূর্বপার হতে আলীনগর-হেংলাকান্দি)সড়কটি স্মরণকালের প্রলয়ঙ্কারী ভয়াবহ বন্যায় স্থানে স্থানে ভেঙে পড়েছে পাশাপাশি বিভিন্ন স্থানে মারাত্মক আকারে গর্তের সৃষ্টি হয়েছে যার দরুণ জনসাধারণের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে যেকোনো সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সিলেট সদর উপজেলার এ দুটি ইউনিয়নের পশ্চিম অঞ্চলের জনসাধারণ দীর্ঘদিন সড়ক পথে নিজস্ব উপজেলায় যোগাযোগ থেকে বঞ্চিত ছিলেন তাদেরকে পাশ্ববর্তী বিশ্বনাথ ও ছাতক উপজেলা দিয়ে যাতায়াত করতে হতো। তাদের এই দূর্ভোগ লাঘবে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান সাহেব লামাকাজি পূর্বপার হতে আলীনগর পর্যন্ত সড়ক নির্মাণে মাটি কাজের শুভ সূচনা করেন কিন্তু পুরোপুরি সম্পন্ন করতে পারেননি আর যতটুকু মাটি কাজ করেছিলেন পাকাকরণ না হওয়াতে দু এক বছরের ভিতরে মাটির রাস্তাটি বিলীন হয়ে পড়ে। এর পর ক্ষমতার পালাবদল হয় সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ আর সরকারের গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে অধিষ্ঠিত হন সিলেটের রত্নাগর্ভা সন্তান আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত এবং সিলেট সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন সদর উপজেলার উন্নয়নের রুপকার আলহাজ্ব আশফাক আহমেদ যিনি মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে এই অঞ্চলে বিভিন্ন সময় এসেছিলেন এবং জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন যদি আওয়ামী লীগ সরকার গঠন করে তাহলে আমরা সদর উপজেলার সাথে সড়ক যোগাযোগ করবো ইনশাআল্লাহ। যেমন কথা তেমনি কাজ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার বছর খানিক যেতে না যেতে লামাকাজি হতে বৃহত্তর দশগ্রামের আলীনগর-হেংলাকান্দি পর্যন্ত রাস্তাটির মাটি ভরাট ও পাকাকরণের কাজের শুভসূচনা করেন সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আশফাক আহমেদ ও মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া। লামাকাজি পূর্বপার থেকে ফতেহপুর মাদরাসা বাজার, করিমগঞ্জ বাজার, দশগ্রাম বাজার হয়ে সুদূর আলীনগর-হেংলাকান্দি পর্যন্ত প্রায় দশ কিলোমিটার রাস্তার মাটি কাজ সম্পন্ন করা হয় পাশাপাশি পাকাকরণের কাজ ধাপেধাপে চলতে থাকে পাকাকরণের কাজ মোগলগাঁও ইউনিয়নের শেষ সীমানা ইলামেরগাঁও পর্যন্ত এলজি ইডির মাধ্যমে পুরোপুরি সম্পন্ন হলেও জালালাবাদ ইউনিয়নের আলীনগরের অংশের কাজ টুকু পাকাকরণ না হওয়াতে তাদের দৃশ্যের বদল হয়নি মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আলীনগরের জনসাধারণকে আশ্বস্ত করেন আমি গাড়ি নিয়ে আগামী নির্বাচনে আলীনগরে আসবো, তোমাদের রাস্তার কাজ সম্পন্ন করে দিবো। মাননীয় মন্ত্রী মহোদয় পরবর্তীতে আলীনগরের রাস্তার পাকাকরণের জন্য টেন্ডার করে থাকলেও মধ্যখানে এক কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়ে থাকলেও আজ পর্যন্ত আলীনগরের রাস্তার বাকি কাজ সম্পন্ন হয়নি। মাননীয় সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত স্যারের ছোটভাই বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রয়েছেন আলীনগরের জনসাধারণ স্বপ্ন দেখেছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তার বড় ভাইয়ের সেই আলীনগরে গাড়ি নিয়ে যাওয়ার স্বপ্নটি হয়তো তিনি পূরণ করবেন কিন্তু মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়কে রাস্তাটি নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন ধরনের কাজ হয়নি কিন্তু আলীনগর বাসি মনে করে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তাদের রাস্তার কাজ সম্পন্ন করে দিবেন। যতটুকুই রাস্তা হয়েছিল এই জনপদের জনসাধারণের চলাচলের জন্য স্মরণকালের প্রলয়ঙ্কারী ভয়াবহ বন্যা ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দেয়া দশগ্রাম বাজার সংলগ্ন নদী ভাঙনরোধ প্রকল্পের কাজে ভারি যানবাহনের যাতায়াতের দরুণ রাস্তাটির বেহাল দশায় রুপ ধারণ করেছে স্থানে স্থানে ভেঙে পড়েছে পাশাপাশি মারাত্মক আকারে গর্তের সৃষ্টি হয়েছে। এই বিশাল জনপদের জনসাধারণের দাবি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বৃহত্তর দশগ্রামের একমাত্র সড়কপথে যোগাযোগের রাস্তাটি পুনঃসংস্কার ও আলীনগরের অসমাপ্ত রাস্তার কাজ সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশাবাদী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।