মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সালথা উপজেলা প্রতিনিধি:-
দৈনিক পরিবর্তন
০৯/০৯/২০২৩
সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রুঘুয়ারকান্দি গ্রামের ঐতিহ্যবাহী মিয়া পরিবারের সন্তান এডভোকেট জয়নাল আবেদীন বকুল মিয়ার নিজ বাড়ির ছাদে বিভিন্ন প্রকারের দেশীয় বিদেশি ফলের গাছ দিয়ে বাগান তৈরি করেছেন। তার বাগানে আছে দেশি-বিদেশি আমগাছ টক- তেতুল মিষ্টি তেতুল মাল্টা গাছ পেয়ারা গাছ আমড়া গাছ লিচু গাছ বিদেশি পান গাছ অনেক ধরনের মরিচ গাছ সহ বিভিন্ন ধরনের গাছ দিয়ে তিনি এই বাগান তৈরি করেছেন। এই বাগান থেকে প্রতিদিন নতুন নতুন ধরনের ফল পাচ্ছেন এই ফল পেয়ে তিনি খুব আনন্দিত। তিনি দৈনিক পরিবর্তনকে বলেন যাদের বাড়ির আশেপাশে খালি জায়গা রয়েছে এবং ছাদের বাগান ফাঁকা রয়েছে তাদেরকে গাছ লাগানোর পরামর্শ দেন। গাছ লাগালে বাড়ি সৌন্দর্য বৃদ্ধি পায় ও ফল পাওয়া যায় পরিবেশ ভালো থাকে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।