সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
বাঘা, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় এক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তিতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে এই সকল অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ বিষয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখিত বিদ্যালয়টি হলো উপজেলার বাউসা ইউনিয়নের হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। যেখানে শিক্ষাবর্ষ ২০২৬ এ নতুন শিক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে অভিভাবকদোর গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
অভিযোগ রয়েছে উক্ত প্রতিষ্ঠানে এবার আবেদনকারীর সংখ্যা ১৩৫ জন, তাদের মধ্যে সিট পাবে ৫৫ জন। তবে ভর্তি ফর্ম কিনতে প্রতিষ্ঠানে ১০০ টাকা, ও ভর্তির পরে বিভিন্ন ফিসের জন্য ধার্য্যকৃত ৪০০ টাকা দিতে হচ্ছে অভিভাবক কে।
এবিষয়ে হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান বলেন, উক্ত সকল অভিযোগ সঠিক তবে ফর্মের জন্য যে ১০০ টাকার কথা বলা হয়েছে সেটা মিথ্যা আমরা ৫০ টাকা নিয়েছি কারণ আমাদের প্রতিষ্ঠানের ওয়েব সাইট বন্ধ থাকায় মেনুয়ালি এই আবেদনের কাজ করা হবে জন্য। তবে শিক্ষার্থী ভর্তির যে লটারির বিধান রয়েছিলো সেটা এইবার আমরা রক্ষা করতে পারিনি। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলেছি।
এ বিষয়ে বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) সিদ্দিকুর রহমান বলেন, হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগ পেয়েছি। তিনি বলেন মফস্বলে প্রতিষ্ঠান হলে অবশ্যয় শিক্ষার্থীদের ভর্তির জন্য লটারি করতে হবে, তবে তিনি ভর্তি ফর্মের জন্য টাকা নেওয়া যাবে কিনা সেটা আমার জানা নেই বলে জানান।
এবিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, অভিযোগের বিষয়টি আমি জানতে পেরেছি এবং এ সংক্রান্ত বিষয়ে বিধিমালা অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, তবে ভর্তি ফর্মের জন্য টাকা নেওয়া যাবে কিনা সেটা তিনিও নিশ্চিত করে বলতে পারেন নি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।