সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহীঃ
রাজশাহীর বাঘা উপজোলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২০ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে আকৃষ্ঠ করার লক্ষে সোমবার (২৩ নভেম্বর) বাঘা উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বাঘা উপজেলার স্কুল এবং কলেজ মিলে ২২টি স্টল বসে। এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রথম স্থান অধিকার করেন মেলায় রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তত্ত্বাবধায়নে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলার আয়োজন করে বাঘা উপজেলা প্রশাসন। বাঘা উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা প্রতিটি স্টলে ঘুরে ঘুরে দেখেন এবং প্রশ্ন-উত্তর করেন। বিজ্ঞান মেলায় প্রতিটি স্কুল এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
হাবিল উদ্দিন\01708535503
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।