শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় আদিবাসী খ্রীস্টান সম্প্রদায়ের আয়োজনে পাঁচটি স্থানে বড়দিন উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল দশটায় পাঁচুড়িয়া ভেরোনিকা গীর্জায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে উপজেলার ৪ টি গীর্জায় উদ্বোধন হয়েছে,বলে জানান আদিবাসী সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইম্মানুয়েল সরেন। পাঁচুড়িয়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাদার যোসেফ মিস্ত্রী। আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারি খাদেমুল ইসলাম,আদিবাসী সংগঠনের উপজেলা শাখার সম্পাদক ইলিয়াস হাঁসদা, ফাদার উজ্জল পাহাড়িকা,্ ফাদার রহিত মৃ, ফাদার গোবিন্দ সরেন প্রমুখ। উপজেলার রাঙ্গামাটি গ্রামের দু’টি স্থানে, খাটখৈইর ও ডুমরই বড়দিন উৎসবের আয়োজন করা হয়। যীশুখ্রীষ্ট্রের জন্মদিনে প্রতিবছর এসব স্থানে আদিবাসী মেয়েদের বিশেষ নৃত্যানুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা সকল কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,‘বড়দিন’ খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমানকাল থেকে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির সাথে একত্রে বসবাস করে আসছে। পারস্পরিক এ বন্ধন অটুট থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বাগাতিপাড়ায় আনন্দমুখর পরিবেশে খ্রীস্টান সম্প্রদায় যাতে তাদের ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদ্যাপন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।