শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
অধ্যায়-৬
১। বাংলাদেশকে কেমন দেশ বলা হয়?
ক. কৃষিপ্রধান দেশ
খ. শিল্পোন্নত দেশ
গ. চাকরিজীবীদের দেশ
গ. উন্নত দেশ
সঠিক উত্তর : ক. কৃষিপ্রধান দেশ
২। বাংলাদেশের বেশির ভাগ লোক কোথায় বাস করে?
ক. শহরে
খ. প্রবাসে
গ. গ্রামে
ঘ. বিভাগীয় শহরে
সঠিক উত্তর : গ. গ্রামে
৩। গ্রামের মানুষের জীবিকার প্রধান উপায় কী?
ক. চাকরি
খ. কৃষিকাজ
গ. ব্যবসা
ঘ. শিক্ষকতা
সঠিক উত্তর : খ. কৃষিকাজ
৪। শহরাঞ্চলের মানুষ প্রধানত কী করে থাকে?
ক. চাকরি
খ. কৃষিকাজ
গ. ব্যবসা-বাণিজ্য
ঘ. চাকরি ও ব্যবসা
সঠিক উত্তর : ঘ. চাকরি ও ব্যবসা
৫। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
ক. কৃষি
খ. শিল্প
গ. পোশাকশিল্প
ঘ. মৎস্য
সঠিক উত্তর : ক. কৃষি
৬। বাংলাদেশের জাতীয় আয়ের দ্বিতীয় প্রধান খাত কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস
খ. মৎস্য
গ. শিল্প
ঘ. খনিজ
সঠিক উত্তর : গ. শিল্প
৭। দেশে উৎপাদন বাড়লে কী হবে?
ক. দারিদ্র্য বেড়ে যাবে
খ. কর্মসংস্থনের সুযোগ কমবে
গ. মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে
ঘ. বেকারত্ব বাড়বে
সঠিক উত্তর : গ. মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে
৮। প্রবৃদ্ধির সূচক কখন এগিয়ে যাবে?
ক. মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ করলে
খ. মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়লে
গ. মানুষের ক্রয় ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হার বাড়লে
ঘ. মানুষের ক্রয় ক্ষমতা হ্রাসের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ করলে
সঠিক উত্তর : ক. মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির হারটিকে নিয়ন্ত্রণ করলে
৯। দেশের মোট জাতীয় আয়কে ওই বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করা হলে কী পাওয়া যাবে?
ক. পারিবারিক আয়
খ. সাংসারিক আয়
গ. ব্যক্তিগত আয়
ঘ. মাথাপিছু আয়
সঠিক উত্তর : ঘ. মাথাপিছু আয়
১০। কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
ক. সামাজিক আয়
খ. পারিবারিক আয়
গ. সমষ্টিগত আয়
ঘ. মাথাপিছু আয়
সঠিক উত্তর : ঘ. মাথাপিছু আয়
১১। কৃষক কী উৎপাদন করেন?
ক. কুটির শিল্প
খ. হিমায়িত পণ্য
গ. কৃষিপণ্য
ঘ. সেবাপণ্য
সঠিক উত্তর : গ. কৃষিপণ্য
১২। দেশের মানবসম্পদ বলতে কী বোঝায়?
ক. যুবকদের
খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষকে
গ. বুদ্ধিজীবীদের
ঘ. স্মৃতিশক্তিসম্পন্ন মানুষকে
সঠিক উত্তর : খ. শ্রমশক্তিসম্পন্ন মানুষকে
১৩। মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায়-
ক. বেকার মানুষকে চাকরি প্রদান
খ. দক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
ঘ. অদক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ প্রদান
সঠিক উত্তর : গ. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করা
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।