শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন, বরিশাল:
বর্নিল ভাবে আয়োজন হলো বরিশাল সাহিত্য সংসদ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য বাজার পত্রিকার ১৭ তম বছরের পদার্পনে এর আয়োজনে আয়োজিত হলো সহিত্য সভা। মোঃ ইকবাল সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উক্ত সভা পরিচালনা করেন এবং উপস্থিত থাকেন, অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল (সাবেক সভাপতি, বরিশাল প্রেসক্লাব) এবং বীর মুক্তিযোদ্ধা কে.এস.এম. মহিউদ্দীন মানিক বীরপ্রতীক। প্রধান অতিথি আমন্ত্রিত ছিলেন: আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নবনির্বাচিত মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন। এবং প্রধান বিশ্লেষক হিসেবে ছিলেন: লুনা আব্দুল্লাহ (সমাজসেবক ও নারী নেত্রী)
উক্ত অনুষ্ঠানে, অরূপ তালুকদার
শ্রদ্ধা ও সম্মাননা প্রদান করেন,
বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব খান (মরণোত্তর) সাবেক উপজেলা চেয়ারম্যান, বাবুগঞ্জ, বরিশাল। ২৩ই সেপ্টেম্বর ২০২৩ শনিবার, সকাল ১০টা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব উক্ত বরিশাল সাহিত্য সংসদ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাহিত্য বাজার পত্রিকার ১৭ তম বছরের পদার্পন এর অনুষ্ঠান করা হয়।
সাহিত্য, কবিতা পাঠ, সাংবাদিক, কলামিস্ট ও কথাসাহিত্যিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও করা হয়।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন:
আকতার ফারুক শাহিন ও সুমাইয়া জিসান।
অনুষ্ঠানে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরবর্তীতে কোরাস আবৃত্তি করেন:
তরঙ্গ সংগঠন বাংলাদেশ পরিচালিত তরঙ্গের পাঠশালার শিশুরা এবং ( মানপত্র পাঠ করেন)।
প্রধান অতিথি সহ সম্মানিত জনদের আসন গ্রহণ। ফুল দিয়ে বরণ (রোমানা জিহাদ, সুরভী জাহান নিশি, জিলুর রহমান জিশু, সাজ্জাদুর রহমান শাকিল মৃধা জে আই জুয়েল সম্পূর্ণ করেন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন:
মোঃ সালাম খোকন (প্রকাশক সাহিত্য বাজার পত্রিকা) এবং মিনতি রাণি দাস(যুগ্ম সাধারণ সম্পাদক বসাস)।
স্বাগত বক্তব্য রাখেন:
জাহাঙ্গীর হোসাইন মানিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বসাস, স্বাধীন চৌধুরী, নির্বাহী সম্পাদক সাহিত্য বাজার।
আবৃত্তি ও অতিধি বরণ (বসাস উপদেষ্টা পরিষদ করেন)
কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তী, কবি ও সাহিত্যিক নজমুল হোসেন আকাশ, কবি ও গবেষক আসমা চৌধুরী, রাজনীতিবিদ হালিম রেজা মোফাজ্জল।
নিমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন:
সৈয়দ দুলাল, বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ ইউনুস বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ, এ.কে.এম জাহাঙ্গীর হোসেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ, মনিরুজ্জামান ফারুক বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ, কাজী এনায়েত হোসেন বিশিষ্ট আইনলীনী ও রাজনীতিবিদ, কাজল ঘোষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুভঙ্কর চক্রবর্তী ছড়াকার, সংস্কৃতি ও সংগঠক আজিজ শাহিন সাংস্কৃতিক ও বাসুদেব ঘোষ, বেলাল আহম্মেদ শান্ত সভাপতি জাগ্রত বরিশাল।
উক্ত অনুষ্ঠানে চরমপত্র পাঠ করেন: সালাম খোকন শিক্ষা অনুষ্ঠান সম্পাদক, ঢাকা।
স্নেহভাজনদের শ্রদ্ধা নিবেদন করেন:
স্বপন খন্দকার সভাপতি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, মুরাদ আহমেদ, কাজী মিরাজ মাহমুদ প্রকাশক ও সম্পাদক এবং এস.এম. জাকির হোসেন সাধারণ সম্পাদক শহীদ আব্দুল রব সেরনিয়াবাত, বরিশাল প্রেসক্লাব। বাহাউদ্দীন গোলাপ, ডেপুটি রেজিস্ট্রার, বরিশাল বিশ্ববিদ্যালয় ( অতিথি সদস্য বসাস ), প্রিন্স তালুকদার বার্তা সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল, সুমন বেপারী সাংবাদিক দৈনিক দক্ষিণাঞ্চল (সিনিয়র সদস্য বসাস )
এবং উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাহিত্যের কিছুক্ষণ আড্ডা বিষয়: সাহিত্য সংগঠন ও সাহিত্যিক আলোচনা করা হয়।
আলোচক (আমন্ত্রিত সকল অতিথি) হেনরী স্বপন কবি ও সাহিত্য সম্পাদক, দৈনিক মতবাদ।
আসমা চৌধুরী কবি ও গবেষক, উপদেষ্টা বসাস, শামীমা সুলতানা কবি ও সাহিত্যিক, সম্পাদক – পুষ্পকলির কথা, তুহিন বিশ্বাস কবি ও লেখক, জাহিদুল ইসলাম মামুন লেখক ও লোক গবেষক, জিলুর রহমান জিলু যুগ্ম সাধারণ সম্পাদক, বসাস।
উক্ত অনুষ্ঠান সমাপনী ঘোষণা করেন: সভাপতি অধ্যক্ষ তপংকর চক্রবর্তী কবি ও ছড়াকার।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।