রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
নাঈম মৃধা,তালতালী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ ১০ জন আটক।
রবিবার (৭ মে ) ১১ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।
আটককৃতরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো.নাজমুল ও শিক্ষিকা মোসা.ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন ও মো .মনোয়ার হোসেন।
বাকিরা হলেন, ইয়ামিন, মো.ওবায়দুল, সাফা মনি, মো.ওবায়দুল, মো.কামাল, শাহ নওয়াজ প্রমুখ।
জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহে জড়িত থাকার সুনিদিষ্ঠ অভিযোগের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা মাদ্রাসার (কেন্দ্রের) পাশে একটি বাড়ি থেকে নকল সরবরাহের সময় তাদের আটক করে। পরে তাদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে
তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।