বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
নরসিংদী প্রতিনিধিঃ মনিরুজ্জামান মনির,
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নরসিংদী জেলা থেকে বদলি জনিত কারণে বিদায় নিলেন জননন্দিত গরীবের নয়নের মনি রক্তক্ষয়ী ট্রেট্রাযুদ্ব নির্মুলকারী অফিসার গৌরব অর্জিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
নরসিংদী জেলা পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশের নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের দক্ষ চৌকস দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এরপর ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে পুুলিশ সুপার মহোদয়কে বিদায় জানানো হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপার মহোদয়কে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা।
উল্লেখ্য,প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম যশোর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।