সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার সামনে সুদের ফাঁদ ও চেক প্রতারণার মাধ্যমে সহজ-সরল মানুষকে ফাঁসিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে আ: রশিদ নামের এক আইনজীবীর শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, নাটোর উকিলবারের সদস্য ও উপজেলার হারোয়া গ্রামের অ্যাডভোকেট আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চড়া সুদের ফাঁদ ও চেক সংক্রান্ত প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন্ন এলাকার ভুক্তভোগী তাইজুল, আব্দুল মোতালেব, অপু, মোঃ সেলিম এবং মোঃ মফিজ উদ্দিন।
বক্তারা আরো বলেন, অভিযুক্ত আইনজীবীর কর্মকাণ্ডের কারণে বহু নিরীহ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির চাই।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আইনজীবী আব্দুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর মুঠোফোনে জানান, আ: রশিদের বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যেই তাকে শোকজ করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।