শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
জাতির জনক বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর সিলেট সদর উপজেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গতবারের রানার্স আপ ২নং হাটখোলা ইউনিয়ন। গতবারের চ্যাম্পিয়ন খাদিমনগরকে ১-০ গোলে হারিয়ে এবার তারা প্রতিশোধ নিলো।
টান টান উত্তেজনায় ফাইনাল ম্যাচে প্রথমার্ধে দূরপাল্লার চমৎকার একটি শটে দলকে লিড এনে দেন হাটখোলার ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় ইমন।
খাদিমনগর বেশ কয়েকবার হাটখোলার ডি বক্সে হানা দিলেও ডিফেন্ডারদের শক্ত প্রতিরোধে কোন গোল আদায় করার সুযোগ করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হাটখোলা ইউনিয়ন।
গতকল্য সোমবার (৩১ মে) বিকেলে শাহী ঈদগাহ এলাকার দলদলি চা বাগান মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচএমএ মালিক ইমনের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য মো. ওলিউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, খাদিমনগরের চেয়ারম্যান দিলোয়ার হোসেন।
উপজেলা প্রশাসনের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, আইসিটি অফিসার শ্যামল চন্দ্র দাস, এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির, শাহপরান থানার ওসি তদন্ত ইন্দ্রনীল ভট্টাচার্য, ডা. হানিফ।
উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আব্দুল কাদির, সুহিন আহমদ চৌধুরী, ইউপি সদস্য নিজাম উদ্দিন, আবুল বশর, আব্দুল হামিদ, মোবাশ্বির আলী, আবুল কাশেম চৌধুরী, আনসার আলী, নজরুল ইসলাম, সদর উপজেলার টিম সিলেক্টর ইমরাজ ইমু, জামিল আহমদ।
ধারাভাষ্য প্রদান করেন জিয়াউল হক জিয়া। রেফারির দায়িত্ব পালন করেন জাতীয় রেফারি আব্দুল বাসিত। সহকারী হিসেবে ছিলেন তৌহিদ আহমদ, রিপন আহমদ। ৪র্থ রেফারি ছিলেন ফয়েজ আহমদ।
ম্যান অবদ্যা সিরিজ হন গত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শাহজাহান, হাটখোলা। সবোর্চ্চ গোলদাতা মিজানুর আমিনুল, খাদিমনগর ও ম্যান অবদ্যা ম্যাচ হন হাটখোলার হাসান আল মাহফুজ। খেলায় লালকার্ড দেখেন হাটখোলার গোলরক্ষক ইমন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।