সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার :
মজার ইশকুল অদম্য ইয়ুথ সামিট ২০২৫ এর অধীনে ফ্রেন্ডস অব স্ট্রিট চিলড্রেনস অ্যাওয়ার্ড -২০২৫
অর্জন করলো আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা কমিটি,
আমাসুফ লার্নিং সেন্টার সুবিধাবঞ্চিত
পথশিশুদের নিয়ে কাজ করায় বিশেষ অবদানের জন্য এই অ্যাওয়ার্ড ও প্রাইজমানি প্রদান করা হয়।
সারা বাংলাদেশের থেকে অসংখ্য অবেদন যাচাই বাচাই করার পর আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা বিজয়ী হিসেবে মনোনিত হয়।
স্ট্রিট চিলড্রেনস অ্যাওয়ার্ড -২০২৫ গ্রহণ করেন
সাংবাদিক সংগঠক ও মানবাধিকার কর্মী আবেদ আহমেদ সভাপতি আমাসুফ শ্রীমঙ্গল, মাহমুদুল হাসান চৌধুরী মান্না যুগ্ম সাধারণ সম্পাদক আমাসুফ শ্রীমঙ্গল।
২৯ নভেম্বর রোজ শনিবার সকাল ১২ থেকে সারা বাংলাদেশ থেকে ঝাকে ঝাকে অধম্য তরুণ তরুণীরা ব্র্যাক সেন্টার ইন-অডিটোরিয়ামে আসতে শুরু করে, তিন শতাধিক তরুণদের অংশগ্রহণে, দূরদর্শী, উদ্ভাবক, প্রতিষ্ঠাতা, উন্নয়ন বিশেষজ্ঞ, সুশীল সমাজের নেতা এবং পরিবর্তনকারী একত্রিত হয়ে নেতৃত্ব, দক্ষতা, সহানুভূতি এবং উদ্দেশ্য ভিত্তিক কর্মের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গঠন করতে হবে আলোচনায় উঠে আসে।
যুব উদ্যোক্তা এবং সামাজিক উদ্ভাবনে,মজার ইশকুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিয়ান আরিফ আলোচনার উপস্থাপনা করেন এবং কীভাবে তরুণ উদ্যোক্তারা সৃজনশীলতা, শৃঙ্খলা এবং সামাজিক দায়বদ্ধতাকে একত্রিত করে স্কেলযোগ্য প্রভাব তৈরি করতে পারে সে বিষয়ে আলোচকদের কথোপকথনকে আরও গভীর করবেন।
ইউএনডিপি, এলপি ফোর ওয়াই, বিওয়াইএলসি, জেসিআই বাংলাদেশ এবং বিশ্ব বিশেষজ্ঞরা এখন বৈশ্বিক নাগরিকত্ব, টেকসই নেতৃত্ব এবং পরিবর্তনশীল বিশ্বে তরুণদের দায়িত্ব নিয়ে কথা বলছেন।
এই সময় অতিথি হিসেবে নিজেদের সফলতার গল্প তুলে ধরেন বিটাঃ বিগ্রেঃ এ, জে, এম ফজলুর রহমান সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক ইউনাইটেড ট্রাস্ট, ইন্জিঃ আব্দুল আউয়াল প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপক দ্য স্ট্রকচারাল ইন্জিনিয়ার,কে এ এস মুরশীদ অর্থনীতিবীদ,মোঃ আঃ কায়ূম ইউ এন ডি পি,এ্যালেকস এস এল পি ফোর ওয়াই ফ্রান্স, ইলমুল এইচ সজীব সেবা এক্স ওয়াই জেড, কাজী রুশদী আলফ্রেসকো, সোহেল সিরাজ কাচ্চি ভাই,,
তাহসিনাম আহমেদ বি ওয়াই এল সি,, শাহরিয়ার হাসান ব্লাড ম্যান,মনজিলা ঝুমা আইনজীবী।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।