বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
পরিবর্তন ডেস্কঃ ঢাকার মিরপুরে গ্রেপ্তার হয়েছেন আট ছিনতাইকারী, তাদের মধ্যে কয়েকজন মলমূত্র ছুড়ে গ্রেপ্তার এড়াত বলে পুলিশ জানিয়েছে।
ঈদের ছুটিতে ঢাকায় একজন কনস্টেবল ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হওয়ার পর পুলিশের অভিযান আরো বেশি জোরদার হয়েছে।
এর মধ্যেই সোমবার সন্ধ্যায় আট ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানান মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তারকৃতরা হলো- সুমন শেখ(৩০), আব্দুল মতিন(৩০), মো.নয়ন(২৩), মো.বাবুল(২৮), ইমরান সরদার(১৯), শাহিন(২৬), ইব্রাহিম মিয়া(৩৮) ও রুবেল(২৫)।
এদের প্রথম পাঁচজনকে সনি সিনেমা হলের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মাদ মহসীন বলেন,
এই পাঁচজন তাদের কাজে বাধা পেলেই মানব বিষ্ঠা(মল-মুত্র) পুলিশসহ আশেপাশের লোকজনের দিকে ছুড়ে মেরে পালিয়ে যেত।
“দীর্ঘদিন ধরেই তারা এই কাজটি করে আসছিল। আজ একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় একই পদ্ধতি নিতে উদ্যত হলেও টহল পুলিশ কৌশলে তাদের গ্রেপ্তার করে।”
তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
অন্য তিনজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে পাঁচটি, মতিন ও নয়নের বিরুদ্ধে তিনটি করে ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান ওসি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।