শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
মোঃ সাদ্দাম হোসেন,
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি।
পটুয়াখালীতে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ। ১ জুলাই বৃহষ্পতিবার লকডাউনের প্রথমদিন সকাল সাড়ে ৯টায় সময় চৌরাস্তায় মহাসড়কে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মহড়া দিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ। এ সময় তার সাথে আছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর থানার ইনচার্জ আকতার মোর্শেদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
পুলিশ সুপার জানান, লকডাউনে সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে পুলিশের ১৮ টি ভ্রাম্যমান টিমের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল টিম কাজ করছে।
লকডাউনের প্রথমদিন বৃহষ্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত লকডাউন চলাকালে জেলা প্রশাসনের ১৮ জন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ১৮টি মোবাইল টিম বিধি নিষেধ উপেক্ষা করার দায়ে বিভিন্ন স্থানে ১২৫ জনকে ৭৩,৭৮০ টাকা জরিমানা করে। এছাড়া পুলিশ প্রশাসনের নেতৃত্বে ৩১ জনকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য হুশিয়ারী করেন বলে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।