বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
ইয়াছিন আলী ইমন, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামে পানিতে ডুবে মারা গেছে ৯ বছর বয়সী নাতনি মিনা খাতুন। সেই শোকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মর্জিনা বেগম (৫৫) নামের ওই শিশুর দাদিও।ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে। ওই গ্রামের মফিজুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহতরা মফিজুল হকের মা ও মেয়ে।খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিনা খাতুনের মৃত্যু হয়। নাতনির সেই মৃত্যু শোক না কাটতেই রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদিও। তাদের মৃত্যু সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।ওই গ্রামের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, পরিবারের সবাই একসঙ্গে মৃত নাতনির আনুষ্ঠানিকতা নিয়ে কথাবার্তা শেষে ঘুমানোর আগে দাদি স্ট্রোক করে মারা যান। দাদি ছোট থেকে নাতনি মিনাকে মানুষ করেছে।স্থানীয় ইউপি সদস্য মেম্বার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরের দিকে পানিতে ডুবে মিনা খাতুন নামের এক শিশু মারা গেছে। শিশুটির শোকে তার দাদিও রাতে স্ট্রোক করে মারা গেছেন। রাতে শিশুটির জানাজা হয়। আর আজ সকাল ১০টার দিকে দাদির জানাজা হয়েছে। এ ঘটনায় আমার গ্রামটিতে শোকের ছায়া নেমেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।