শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার।
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা মাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে পাষান্ড পুত্রের বিরুদ্ধে।
জানা গেছে, ঐ গ্রামের মৃত কেরামত আলীর পুত্র গফুর কারিকর ও তার পুত্র সাইফুল্লাহ বুধবার গভীর রাতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা মাতা ফতেমা বেগম( ৮০)কে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।এসময় তার বড় পুত্র মোঃ জিয়াদ আলী তাকে উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় স্থানীয় লোকজন বৃদ্ধা মাতা ফতেমা বেগমকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সচেতন এলাকাবাসী অবিলম্বে তদন্ত পূর্বক সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।