বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্ট ।
সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান,চিত্রাঙ্কন,আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিক আহমেদ।শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সিরাজুল ইসলাম আব্দুস সোবহান, স্বদেশ মল্লিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিডিএফ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও শিক্ষক মো. মুকুল হোসেন।
ফয়জুল্যা পুর ওয়ার্ড আ’লীগ।
ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর ওয়ার্ড আ’ লীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। এ সময় অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুল হোসেন মাসুম,ইউনিয়ন আ’ লীগের সভাপতি রবিউল ইসলাম রবি, শেখ আজাদ হোসেন, সোহাগ হোসেন, সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদের মোল্লা,বর্তমান সভাপতি গোপাল চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী মোল্যা,অবিনাশ মন্ডল, ঠাকুর দাশ বসাক,আন্জারুল ইসলাম, রমজান সরদার, গ্রাম ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ রবিউল ইসলাম। পরে তাবারক বিতরণ করা হয়। ##
ব্রহ্মরাজ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবস পালন।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক প্রকাশ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন – দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, শেখ আব্দুল আহাদ ও গ্রাম ডাঃ মোঃ জিয়াউর রহমানসহ সকল শিক্ষক শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আবুল খায়ের আজাদ।##
ধুলিহর ইউনিয়ন আ’লীগের শোক দিবস পালন।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন আ’লীগের উদ্দ্যেগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধুলিহর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আঃ রশিদ, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান, গনেশ চন্দ্র মন্ডল, মোঃ জাহাঙ্গীর হোসেন, স, ম জালাল উদ্দীন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল. এনামুল হক খোকন, আঃ হামিদ, সাইফুল্লাহ সরদার, শুকুর আলী, আব্দুল মুজিদ,বিপ্লব মেম্বার, শরীফুল ইসলাম, মিনহাজ হোসেন,আলমগীর হোসেন মন্টু, আরশাদ আলী,সোহরাব হোসেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাবু। ##
বিডিএফ প্রেসক্লাবের শোক দিবস পালন।
মহান শোক দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ আরশাদ আলী,সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ, যুগ্ম সম্পাদক মোঃ মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম রানা,দপ্তর সম্পাদক মোঃ সামছুজ্জামান আকাশসহ জি এম আমিনুল হক, শাহাদাৎ হোসেন বাবু, মোঃ ইমরান হোসেন, এস এম ইসমাইল হোসেন সহ সকল সদস্যবৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।