শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
ইয়াছিন আলী ইমন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা থেকে আসা মাঈদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নিহত মাঈদুল ইসলাম কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার এলাকার শহীদ কারীর ছেলে। তিনি ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত যুবক জ্বর নিয়ে গত ৪ দিন আগে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়িতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কুড়িগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ সপ্তাহের ব্যবধানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৬ জন। অবশিষ্ট ১৬ জনের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন আরও ৩ জন।ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম।তিনি বলেন, নিহত মাঈদুলকে গত সোমবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।