সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
(জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি)
শেখ রাসেল দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় তাল গাছের চারা ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ই অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সকালে উপজেলা পরিষদ চত্বরে তাল গাছের চারা ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী’র সঞ্চালনায়, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইবনুল আবেদীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।