বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
(পরিবর্তন বার্তাকক্ষ):
জেলার মির্জাপুরে আজ প্রাতভ্রমণে বের হয়ে সড়ক দুর্ঘটনায় সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুলতান উদ্দিন শুভুল্লা গ্রামের বাসিন্দা।
ফতেপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা তাজ উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন ফজরের নামাজ পড়ে প্রাতভ্রমণে বের হন। ফজরের নামাজ শেষে মহাসড়কের সার্ভিস লেন দিয়ে হাটাহাটির সময় অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে গুরুতর হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিনের মৃত্যুর খবরে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।