শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
ফুয়াদ খন্দকার,জামালপুর প্রতিনিধি :-
জামালপুরে ডলফিল বে কিন্ডার কেয়ার এর মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১নভেম্বর) সন্ধ্যায় শহরের মির্জা আজম মিলনায়তনে ডলফিন বে কিন্ডার কেয়ারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে ডলফিন বে কিন্ডার কেয়ার এর প্রিন্সিপাল মেহেরুন্নেসা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএস মিজানুর রহমান, ডলফিন বে কিন্ডার কেয়ারের পরিচালক নাসিমুল মোসাভের লনিকসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশদের মেধা বিকাশে বুদ্ধি বৃত্তিক গঠন মুলক কাজকে এগিয়ে নিতে হবে। আগামীতে এই দেশকে তাদের নেতৃত্ব দিতে হবে। একজন ক্ষুদে শিক্ষার্থীকে স্মার্ট ভাবে তৈরি করে গড়ে তুলতে হবে। এই কাজগুলোর ধারাবাহিকতা ডলফিন করে যাচ্ছে। আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশু শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।