বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
ফুয়াদ খন্দকার,জামালপুর প্রতিনিধি:-
সুস্থ দেহ সুস্থ মন খেলাধূলায় বাড়ে বল। মাদক মুক্ত জাতি গঠনের উদ্দেশ্যে জামালপুরে বৃহত্তর ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ের (নারী ও পুরুষ) ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২অক্টোবর) বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের আয়োজনে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বৃহত্তম ময়মনসিংহ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধনী খেলায় শেরপুর জেলা বনাম জামালপুর জেলার ফুটবল দল (নারী ও পুরুষ) দুটি আলাদা মাঠে অংশগ্রহন করে। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম,বিশেষ অতিথি জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো: ছানোয়ার হোসেন ছানু,ময়মনসিংহ সমন্বয় পরিষদের জেলা সমন্বয়কারী সৈয়দ আতিকুর রহমান ছানা,মহাসচিব রাশেদুল হাসান শেলীসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন ,খেলাধুলার মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের খেলোয়ারদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে খেলার মান বৃদ্ধির মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে হবে। এবং বিনোদনের মাধ্যমে যুবকদের মানসিক বিকাশে মাদক মুক্ত সমাজ গঠনে সহায়ক ভুমিকা রাখবে।
উৎসবমুখর পরিবেশে খেলা দেখতে প্রচুর দর্শকের উপস্থিতি ছিল। খেলার মাঠে দর্শকদের আনন্দ দিতে খেলোয়াড়দের নৈপুণ্যে টানটান উত্তেজনা সৃষ্টি করে আনন্দিত করেছে মাঠের বাইরে থাকা ফুটবল ভক্তদের।
খেলা শেষে ফলাফল পুরুষ শেরপুর জেলা ২-১ গোলে জামালপুর জেলাকে পরাজিত করেছে।
নারী দলের ফলাফল জামালপুর ৩ -১ গোলে শেরপুর জেলাকে পরাজিত করেছে।
খেলা শেষে দুই দলের সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।