বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
মোঃ আরিফুল ইসলাম,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ব্যতিক্রমী এক আয়োজন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ইঞ্জিঃ আতাউল মাহমুদ। নিজ উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলার শালগ্রামপুর ব্রীজ পাড় হতে কালিয়ান পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার দুই পাশে সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেছেন তিনি। আজ রবিবার সকাল ৯ ঘটিকায় উপজেলার শালগ্রামপুরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সখীপুর থানার ওসি এ.কে সাইদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক শাইফুল ইসলাম শামীম, দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, কালের পরিক্রমায় এসব সৌন্দর্য বর্ধক গাছ হারিয়ে যাচ্ছে। এই জাতের গাছ লাগাতে মানুষকে উদ্ভুদ্ধ করা, গাছ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং উপজেলাকে ফুলে ফুলে সাজিয়ে তুলতেই আমার এই আয়োজন।
ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদের এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেছেন ও ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী সহ উপজেলার সুধীমহল। এছাড়া ওই গাছগুলো দেখাশুনা ও যত্ন করবে এলাকার কয়েকটি সংগঠনের সদস্যরা ।
এর আগে এই বছরের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সখীপুরে সারাদেশের দৌড়বিদদের অংশগ্রহণে ম্যারাথন ও হাফ ম্যারাথন দৌড়ের আয়োজন করেও প্রশংসিত হয়েছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।