বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
মোহাম্মদ আবু সাঈদ, কমলগঞ্জ বিশেষ প্রতিনিধি, দৈনিক পরিবর্তন।
অপরুপা কমলগঞ্জ!! দেশের ছোট উপজেলা শহর। যে শহর দুটি এখন দেশ বিদেশে পর্যটন শহর নামেও খ্যাত।কমলগঞ্জে রয়েছে দেশের একটি বিখ্যাত বন। কেউ বলেন -বৃষ্টি বন, কেউ বলেন ট্রপিক্যাল রেইন ফরেস্ট, কেউ বলেন লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট। যে বনটি বন্যপ্রাণী আর নানা জাতির দুর্লভ বৃক্ষের আবাসস্থল।
দৃষ্টিজুড়ে চারদিকে শুধু সবুজ আর সবুজ। বনে রয়েছে ছোট বড় উচুনিচু টিলা আর হরেক প্রজাতির গাছ গাছালি আর বন্যপ্রাণী।
লাউয়াছড়া জাতীয় পার্ক!হুম এই পার্কে রয়েছে ৪৬০+ প্রজাতির জীব। এরমধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ২৪৬ প্রজাতির পাখি, ৪ প্রজাতির উভচর প্রানি, ৬ প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্থন্যপায়ী প্রানী ও ১৭ প্রজাতির পোকামাকড়।
বনটির প্রধান আকর্ষন হচ্ছে অতি বিরল প্রজাতির উল্লুক আর অজগর। দুটি প্রাণীকে লাউয়াছড়ার প্রাণ বলা হয়ে থাকে। পর্যটক, দর্শনার্থীরা লাউয়াছড়া বনে এসে দুর্লভ বৃক্ষ আর নানা প্রজাতির বন্যপ্রাণী বিশেষ স্বাধীন উল্লুক আর অজগর দেখে মুগ্ধ হন!
কেনই বা হবেন না?
কর্ম ব্যস্ততার পাশে এক মুহুরি অবস্থান সবুজে হারিয়ে গেলে ক্ষতি কি?
আসুন লাউয়া ছড়া জাতীয় উদ্যানে একদিন!
লাউয়া ছড়া জাতীয় উদ্যানের বুক চিরে বেরিয়ে আসা রেললাইনে সাতরঙা চায়ের কাপ হাতে সেলফি তুলতে কোন বাধ্যবাধকতা নেই!
যেভাবে যাবেন
ঢাকা হতে বাস বা ট্রেনে শ্রীমঙ্গল। স্টেশন থেকে সিএনজি, অটো, মাইক্রোবাস,নোহা, কারে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান।
ফিরা: ফিরতি ট্রেনে ( উপবন এক্সপ্রেস) বা বাসে ঢাকা।
খরচ ঢাকা হতে আবার ঢাকা ১০০০ টাকা প্রায়!
রাতের ট্রেনে বা বাসে আসলে আরও কটি স্থান কাভার করতে পারবেন।
অতঃপর, আপনার পরিবেশ আপনার। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন।
যাতে পরিবেশ আপনার ঠিক থাকে। মহৎ গুনের অধিকারী হউন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।