বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ রবিবার (১২ জানুয়ারী) সকালে দুদক গোপালগঞ্জ জেলা কর্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান ও সহকারি পরিচালক সোহরাব হোসেন সোহেলসহ দুদক টিম বিশ্ববিদ্যালয়ে যায়। সেখানে প্রায় ৩ ঘন্টা অবস্থান করে তারা।
অভিযানে বিশ্ববিদ্যালয়ে ফার্নিচার ও লাইব্রেরীর বই কেনায় অনিয়ম, চাকুরিবিধি লংঘন করে ৩২ বছর বয়সের শারমিন চৌধুরী নামে একজনকে সেকশন অফিসার নিয়োগ, পরিকল্পনা ও উন্নয়নের উপ-পরিচালক তুহিন মাহমুদের মালামাল কেনাকাটা অনিয়ম, সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা’র টেন্ডার বাণিজ্য করে সম্পদ অর্জন, বঙ্গবন্ধুর মুর্যাল ও প্রধান ফটক নির্মানে অনিয়মসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ ও বিগত বছরগুলোতে নানা অনিয়মের বিষয়ে তদন্ত করেন।
গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান, জানান, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। অর্থ আত্মসাৎ ও অনিয়মের ফাইলগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং মামলা দায়েরের সুপারিশসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।