মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মার্চ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত মাসিক এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রমজানে ব্যবহৃত মুড়ি, গুড় ও বেসন উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সঠিকভাবে তদারকি বাড়াতে, কারখানাগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে নিরাপদ খাবার পানি উৎপাদন ও বিপণন যথাযথভাবে হচ্ছে কি-না সেদিকে নজরদারির নির্দেশ দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও বিএসটিআই’র কর্মকর্তাদেরকে। নিরাপদ সড়ক বাস্তবায়নে এবং সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশ প্রশাসন, বিআরটিএ সহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘদিন বন্ধ থাকা গোপালগঞ্জ – টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়কে লোকাল বাস সার্ভিস দ্রুত পুনরায় চালু করতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের বিপনী গুলোতে ক্রেতা-সাধারনদের নির্বিঘ্নে কেনাকাটার কথা চিন্তা করে শহরের বাণিজ্যিক এলাকায় রাস্তাগুলো যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া আসছে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনের জন্য কমিটির সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার অধিক উত্তোলনকারী গ্রাহকদেরকে নিরাপদ গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে জেলা পুলিশের সহযোগিতা নিতে অনুরোধ জানান। এসময় তিনি প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বলেন, ঈদের ছুটিতে অনেক প্রবাসী ভাই-বোন বাড়িতে আসবেন। তারা যেন বাড়ি ঘরে একটু সতর্কতা অবলম্বন করেন বিশেষ করে তারাবি নামাজের সময় যখন অধিকাংশ পুরুষ লোক মসজিদে তারাবি নামাজ আদায় করতে যাবেন, ঠিক সে সুযোগটা যেন কোন দুস্কৃতিকারী কাজে না লাগাতে পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জুভেন ওয়াহিদ তার বক্তব্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে যে কোন সমস্যা আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনা ক্যাম্পে জানানোর অনুরোধ জানান।
প্রেসক্লাব গোপালগঞ্জ সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, বাজারে তরমুজ ও আনারস এর দাম বৃদ্ধি পেয়েছে, বাজার তদারকির জন্য মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর জুভেন ওয়াহিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এস এম রেজাউল হক, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মজিবুল হক, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহনাজ রেজা এ্যানী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, গোপালগঞ্জ জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ নুরুল হুদা, জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল ছরোয়ার, সহ-সভাপতি বিলাস শেখ, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ জেলা আইন- শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এদিকে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষ হলে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৪ তম শুভ আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মেলা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।