শনিবার, ১২ Jul ২০২৫, ১২:২০ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
আজ ০৩ জুলাই , দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ষ্টার এক্সপ্রেস পরিবহনের একটি বাস পয়সার হাট থেকে কোটালীপাড়া থানাধীন বান্দাবাড়ী ইউনিয়নের হরিনহাটী খানবাড়ী জামে মসজিদের সামনে পৌঁছালে বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যশোরের ট ১১-৫২৭৪ নম্বর কভার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে কভার ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় কভার ভ্যানের ড্রাইভার জসিম মিয়া (৪৫), যিনি যশোর জেলার বাসিন্দা, মাথা ও পায়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সংঘর্ষে জড়িত ষ্টার এক্সপ্রেস বাসটি দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি। কভার ভ্যান ঘটনাস্থলে অবস্থান করছে।
স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।