শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ প্রতিনিধি ঃ
জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলাম এর নেতাকর্মীরা । মঙ্গলবার বিকালে শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বর্পর্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়, এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে জেলার আমির অধ্যাপক রেজাউল করীম বলেনÑ ইউনুস সরকার ভুলে গিয়েছে তার সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবেনা, তাই আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠন করা হয়েছে। অথচ ছয় মাস দশদিন চলে যাবার পরেও জামায়াত ইসলামের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই সরকার এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাব¯’া করে নাই ,আজহারুল ইসলামকে অচিরেই মুক্তি দিয়ে তারা প্রমান করুক তারা বৈষম্য তৈরী করছেনা ।
এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন জেলা আমির মওলানা আব্দুল হামিদ, জেলা জামায়াত এর সাবেক আমির এ্যাডভোকেট আজমল হোসেন সরদারসহ আরো অনেকে ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।