মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
“মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় বিচার সমুন্নত রাখার অঙ্গীকার” এই মূল লক্ষ্য নিয়ে সারা দেশের ন্যায় গোপালগঞ্জে গঠিত হলো ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
গত মঙ্গলবার (১ এপ্রিল)আরাফাত রহমান কোকো পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন এর সাক্ষরিত গোপালগঞ্জের এই ২১ সদস্য বিশিষ্ট কমিটির প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেনকে আহবায়ক , যুগ্ম আহবায়ক আরিফুল হক ও সদস্য সচিব মো. শাহিনুল ইসলাম দুখুকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, হাচানুল বান্না ,আহামুদ শেখ, মো. সৌরভ মোল্লা, মোঃ ফজলে রাব্বি, মোঃ ছোটন মোল্লা, মো. লিংকন মোল্লা মো. পিয়াস শেখ, মো. জুয়েল শেখ, মো. কালা মোল্লা, ওমর ফারুক ডলার, মনিরুজ্জমান পিয়াস, ফুরকান গাজী, রাজিব বিশ্বাস, ইমরুল হাসান, মামুন মোল্লা, মিজু বিশ্বাস, মোঃ রেজাউল ইসলাম মুকুল, মোঃ শিপন মিনা সসদস্য।
নির্দিষ্ট সময়ের সময়ের মধ্যে পৌর উপজেলা/উপজেলা, ওয়ার্ড/ইউনিয়ন কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানো জন্য কমিটির আহবায়ক মো. জুবায়ের হোসেনকে অনুরোধ জানান আরাফাত রহমান কোকো পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।