বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
আজ ০৯-জানুয়ারি আনুমানিক বিকাল ০৪ থেকে ০৫ – ৩০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ পৌর পার্কে গোপালগঞ্জ বিসিক এর আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করছেন, উদ্যোক্তা হলে শুধু তিনি বেকার মুক্ত হবেন না বরঞ্চ অন্য লোক তার কাজের সাথে জুড়ে বেকার মুক্ত হবেন । এলাকার লোকজনদেরকে উদ্যোক্তাদের বিভিন্ন দ্রব্য, ক্রয়-বিক্রয় এবং বাজারজাত করণের জন্য অবদান রাখতে বলেন যাতে উদ্যোক্তারা উৎসাহিত হয়ে তাদের কার্যক্রম চলমান রাখেন। উদ্বোধন শেষে জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসন গোপালগঞ্জ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক,
গোপালগঞ্জ। অন্যান্যদের মধ্যে মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, গোপালগঞ্জ; মোঃ হাবিবুর রসুল মোঃ রফিকুল্লাহ, সহকারী মহা ব্যাবস্থাপক বিসিক; জেলা কার্যালয় গোপালগঞ্জ; কাজী জিন্নাত আলী, সভাপতি চেম্বার অব কমার্স, গোপালগঞ্জ; বিশ্বজিৎ পাল, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ, গোপালগঞ্জসহ উদ্যোক্তা (১০০ থেকে -১২০)জন উপস্থিত ছিলেন ।।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।