বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ অপরাহ্ন
পরিবর্তন রিপোর্টঃ ওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। পাকিস্তানে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ নেই। তবে অনুশীলন ছাড়াই কঠিন সফরে যেতে হচ্ছে না। শুক্রবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ড অনুশীলন ঘাটতি পূরণের সুযোগ করে দিচ্ছে।
বিসিএলের প্রথম রাউন্ডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। ম্যাচ দুটো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
প্রথম রাউন্ড খেলেই পাকিস্তানের পথে রওনা হবেন টেস্ট দলের সদস্যরা। প্রথম টেস্টের আগে একটি চার দিনের ম্যাচ খেলার সুযোগ পেয়ে খুশি পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক, ‘প্রথম টেস্টের আগে অনুশীলনের চেয়ে ম্যাচ বেশি জরুরি ছিল। বিসিএলের ম্যাচটি টেস্টের আগে নিজেদের অবস্থান সম্পর্কে জানতে সাহায্য করবে আমাদের।’
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।