রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
কাউছার হামিদ রুকন মানিকছড়ি উপজেলা প্রতিনিধি //
খাগড়াছড়িতে সাক্ষী দিতে এসে মাইক্রোবাসের ধাক্কায় পার্থ রায় চৌধুরী (৩৬) নামে এক পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। নিহত পার্থ রায় কিশোরগঞ্জের ইটনা থানায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির গামাড়ি ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাঙ্গামাটি সদরের বাসিন্দা। জানা যায়, সকালে রাঙ্গামাটির নিজ বাসা থেকে মোটরসাইকেল করে খাগড়াছড়ি আদালতে সাক্ষী দিতে আসছিলেন।
খাগড়াছড়ি জেলা সদরের গামাড়ি ঢালা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে তিনি কোমরের নিচে মারাত্মকভাবে আঘাত পান।
তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মৃত্যু হয়।
খাগড়াছড়ি সদর থানার (ওসি-তদন্ত) মো. গোলাম আবছার বলেন, পার্থ রায় খাগড়াছড়ি সদর থানায় দায়িত্ব পালন করার সময় বেশ কয়েকটি মামলার তদন্ত করেন। সেসব মামলায় আদালতে সাক্ষ্য দিতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
চালক পালিয়ে গেলেও ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে বিনয়ী ও সৎ অফিসারের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শোক জানিয়েছে স্থানীয়রা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।