বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি
করোনায় ১৩-০৪-২০২১ পর্যন্ত দেশে ১৩৯ জন ডাক্তারের মৃত্যু হলো।
প্রথম মৃত্যু বরণকারী সুনামগঞ্জের ছাতক উপজেলার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মানবিক ডাক্তার মোঃ মঈন উদ্দিন । মৃত্যু তারিখ ১৫-০৪-২০২০ ইংরেজি
তাঁর মৃত্যুর গতকল্য একবছর পূর্ণ হলো । তিনি বিসিএস ২২ ব্যাচের কর্মকর্তা সর্বশেষ Sylhet M.A.G.Osmani Medical Collegeএ সহকারী অধ্যাপক ( medicine & cardiology specialist) হিসেবে কর্মরত ছিলেন ।গরিবের ডাক্তার মঈনের করুণ, অকাল ও অপ্রত্যাশিত মৃত্যুর পর প্রকাশ পায় Health Sector এর বেহাল দশা-যার জের এখনো চলছে । তাঁর দুটি অবুঝ সন্তান অটিসটিক জিয়াদ(১৩) ও জায়ান (8) এবং সহধর্মিণী ডাক্তার রিফাত জাহান অশ্রু আর কষ্টের আটলান্টিক বুকে নিয়ে দিন পার করছেন। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নাদামপুর গ্রামের কৃতি সন্তান গরিব অসহায় মানুষ ও কষ্ট পাচ্ছে । একজন অসাধারণ মানবিক ডাক্তার মঈনকে আমরা আর কোন দিন ফিরে পাবোনা কিন্তু তাঁর সৃতি রক্ষার্থে সিলেটে কিছু না করায় বিবেকের দংশন একবারও কি আমাদেরকে নাড়া দেয় না? BMA মহাসচিব সিলেটের কৃতি সন্তান জনাব এহতেশামুল হক দুলালসহ অন্যান্য সবাই একটু সরব হলে প্রথম ডাক্তার কোভিড যোদ্ধা মঈনের আত্মা ও পরিবার এবং বৃহত্তর সিলেটবাসি হয়তোবা কিছুটা সান্ত্বনা পাবেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।