বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন
মোঃ ইউসুফ খাঁন নীলফামারী জেলা প্রতিনিধি (ইয়াস উপ-পরিচালক)
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খন্দকার ওরফে ব্যাংক আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় কালিকাপুর কৃষি কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল,ও তার নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ। জানাজার নামাজে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবুলসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ও প্রতিবেশী, বন্ধুবান্ধব অসংখ্য গুনগ্রাহী, আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খোন্দকার ওরফে ব্যাংক আলম, রবিবার সকাল ১১:৩০ বাধ্যক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না……….রাজি) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।