শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা:
সম্প্রতি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে করোনা সংক্রমণ বিস্তার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারকে কেন্দ্র করে সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।
এই ঘটনায় হুমকির শিকার গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৬জুন) রামু থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা এক নারী গত ৭ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এই মৃত্যু ঘটনার পরও ছেলে জাহেদ সিকদার (৪৪) সরকারী নির্দেশনার লকডাউন না মেনে এলাকার সর্বত্র বিচরণ করে আসছিলেন। যার কারনে এলাকার সাধারণ মানুষের মাঝে করোনা আতংক দেখা দেয়।
এদিকে এলাকার মানুষের ভীতি নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে গত ১৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।
এতে ক্ষিপ্ত হয়ে উঠেন জাহেদ সিকদার। তিনি গত ১৫জুন রাত ৮টার দিকে নিজ ব্যবহৃত মুঠোফোন থেকে সাংবাদিক হাফিজকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। এক পর্যায়ে পা কেটে নেওয়ার হুমকি দেন। এসময় সাংবাদিক হাফিজ দেশে আইন-কানুন আছে জানালে জাহেদ সিকদার আইনের মা ধরেও অকথ্য ভাষায় গালাগাল দেন।
এই বিষয়ে সাংবাদিক হাফিজ জানান- মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। আর এলাকার মানুষকে নিরাপদ রাখা সচেতন নাগরিকদের দায়িত্ব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রচারে কারো মানহানি হলে আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু এভাবে অশ্লীল ভাষায় হুমকি-ধমকি খুবই দু:খজনক। এমন আচরণ কেবল সন্ত্রাসীরাই করতে পারেন।
এই কারনে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান।
অন্যদিকে সচেতনতামূলক প্রচারকে কেন্দ্র করে হুমকির ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এর নিন্দা জানিয়েছেন।
এলাকার একাধিক বাসিন্দা জানান- করোনা সংক্রমণ শুরু হওয়া থেকে সাংবাদিক হাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এলাকার মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছেন যা প্রশাসনের জন্য সহায়ক।
এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের তরুন এ সংবাদ কর্মীকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদিন খালেদ, সভাপতি শামিম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আবদুল হামিদ,সাধারণ সম্পাদক (ভারপ্রপ্ত) জাহাঙ্গীর আলম কাজল,অর্থ সম্পাদক আমিল ইসলাম, সাবেক সভাপতি ইফসান খান ইমন, আবুল বশর নয়ন,প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ক্রীড়া সম্পাদক আবদুর রশিদ,সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শহিন, সদস্য মুফিজুর রহমান, মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর তৈয়ব উল্লাহ,সানজিদা আক্তার রুনা,এম আবু শাহমা প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দরা তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে বিচারে আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।