রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
চট্টগ্রামের সিতাকুন্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেছেন, সরকারের সার্বিক অব্যবস্থার করুণ প্রতিফলন সীতাকুন্ড ট্রাজেডি। সরকার শুধু রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে ব্যস্ত। কিন্তু অন্যান্য অধিকাংশ ক্ষেত্রের উন্নয়নে সরকারের কোন কার্যকর পদক্ষেপ নেই। ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। কোন একটি দুর্ঘটনাও সফলভাবে মোকাবিলা করার সক্ষমতা নেই সরকারের।
বিবৃতিতে বাংলাদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃদ্বয় বলেন, সীতাকুন্ডের ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে সেটা তদন্ত করে বের করতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে তার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে। ফায়ার সার্ভিসসহ উদ্ধারকর্মে নিয়োজিতদেরকে আরো আধুনিকায়ন ও আধুনিক সরঞ্জামাদী প্রদানের আহবান জানানো হয় বিবৃতিতে। দুর্ঘটনায় নিহত ও আহতদেরকে তাৎক্ষনিক অর্থ সাহায্য ও চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহনের অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন দুর্ঘটনায় যারা পঙ্গুত্ব বরণ করেন বা স্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়েন তাদেরকে স্থায়ীভাবে আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।