বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
পরিবর্তন ডেস্কঃ
রমজান মাসে গাজা উপত্যকায় অপরাধের জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র ঈদুল ফিতরের ভাষণে এ নিন্দা জানিয়েছেন। এ সময় তিনি সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (১০ এপ্রিল) ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, বিদ্বেষপূর্ণ শাসকগোষ্ঠী ভুল করেছে। এর জন্য অবশ্যই তাদের শাস্তি পেতে হবে, শাস্তি পেতেই হবে…।
গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তীব্র সমালোচনা করেন ইরানের এ সর্বোচ্চ নেতা। তিনি বলেন, আমেরিকার মৃত্যু হোক বলে বিপুল জনতা এখন স্লোগান দিচ্ছে। তারা আমাদের কনস্যুলেটে হামলা চালিয়েছে। এর মানে তারা আমাদের মাটিতে হামলা চালিয়েছে।
ইরানের এমন হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ হিব্রু ও ফারসি ভাষায় এক্সে এক পোস্টে জানান, ইরান তার নিজ ভূখণ্ড থেকে যদি হামলা করে তাহলে ইসরায়েল এ হামলার জবাব দেবে। তারাও ইরানে আক্রমণ চালাবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার নিহত হন। এরপর থেকে খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি জানিয়ে আসছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।