বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
আদম আলী সাতক্ষীরা
জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার নারকেলতলায় অবস্থিত “আল-হিকমাহ মডেল মাদরাসা”য় বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১শে ডিসেম্বর) সকাল-১০ টায় মাদরাসা’র হল রুমে সহকারি শিক্ষক (ইংরেজী) গোলাম আজম এর সঞ্চালনায় ও অধ্যক্ষ মুহা: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আল-হিকমাহ মডেল মাদরাসা’র সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন “আগামী প্রজন্মকে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার বিকল্প নেই। সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য “আল-হিকমাহ মডেল মাদরাসা” কাজ করে যাচ্ছে। তাই সচেতন অভিভাবকের কাছে উদাত্ত আহ্বান আপনার কোমলমতি সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের উপর আস্থা রাখুন।”
সভাপতির সমাপনী বক্তব্যে উপস্থিত অভিভাবকদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ গ্রহন করেন। এছাড়া মজলুম সাতক্ষীরাবাসিকে তাদের সন্তানদের “আল-হিকমাহ মডেল মাদরাসায়” ভর্তি করানোর জন্য আহবান জানান।
ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গুণিজন, মাদরাসা’র সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সম্মানিত অভিভাবক মন্ডলী এবং উক্ত মাদরাসার সকল স্তরের ছাত্র-ছাত্রী।
এ সময় প্লে গ্রুপ থেকে দাখিল ৮ম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।