শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন
মো: তৌহিদুল ইসলাম (তৌহিদ)
সদর প্রতিনিধি সাতক্ষীরা :
ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আমন্ত্রনে- মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)’র সাথে সাক্ষাত করেন আমার বাংলাদেশ পার্টির সাতক্ষীরা জেলা আহ্বায়ক ভিপি আব্দুল কাদের ও জেলা সদস্য সচিব মোঃ আলমগীর হুসাইন। পীর সাহেব চরমোনাই- আমার বাংলাদেশ পার্টির সাতক্ষীরা জেলা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হলে; আহ্বায়ক ভিপি আব্দুল কাদের সাতক্ষীরা জেলা আমার বাংলাদেশ পার্টির সংগঠন এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। চরমোনাই পীর সাহেব বলেন রাজনৈতিক ঐক্য ছাড়া একটি জাতিকে সুন্দর দেশ উপহার দেওয়া সম্ভব না। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান করেন। তিনি এবি পার্টির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। উক্ত সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলার সদস্য সচিব মোবাশ্বির রহমান সহ সাতক্ষীরা জেলা নেতৃবৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।