মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও স্টেশন হাট বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ড কালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আড়ানী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে পৌর সভার রুস্তমপুর হাট ও স্টেশন হাট বাজার খন্ড কালীন শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে পুনঃ ইজারা দেওয়া হয়েছে।
উন্মুক্ত ডাকের মাধ্যমে ১লা বৈশাখ হতে ৩১ বৈশাখ পর্যন্ত ইজারা দেওয়া হয়। এতে ৩৮ জন অংশ নেন। এর মধ্যে রুস্তমপুর হাটের সর্বোচ্চ ডাকদাতা ছিলেন তোজাম্মেল হক। ভ্যাট ছাড়া ৩ লাখ ২০ হাজার টাকা ডাক দেন তোজাম্মেল হক। পরে ভ্যাট ও আয়করসহ ৪ লাখ টাকায় তাকে ইজারা প্রদান করা হয়। আড়ানী পৌরসভার স্টেশন হাট ডাকে ৭জন অংশ নেন। এতে সর্বোচ্চ ডাক দাতা ১০ হাজার টাকা। ভ্যাট ও আয়করসহ ১২ হাজার টাকায় ইজারা প্রদান করা হয়।আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, ডাকের সমুদয় মূল্যে ১ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সমবায় অফিসার আব্দুল মকিম, আড়ানী পৌরসভার হিসাব রক্ষক শহিদুল ইসলাম সহ পৌর সভার কর্মকর্তা- কর্মচারি বৃন্দ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।