শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেওয়া হয়েছে।
সোমবার ইসির প্রাপ্ত জারি শাখায় দলের সভাপতি দাবি করে উজ্জল রায় নামে এক ব্যক্তি অদ্ভুত এক আবেদন জমা দিয়েছেন। যিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়। চিঠিতে দলের ঠিকানা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ উল্লেখ করা হয়েছে।
দলের প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের ২৪ মার্চ। ব্যাংকের নাম ও ঠিকানা নেই। তহবিল গঠনের উৎস ব্যক্তিগত। প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ।
উজ্জ্বল রায় সাংবাদিকদের জানান, ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসেবে আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি যদি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান হতো। আর এখন তো তিনিই নেই। তাই আবেদন করেছি।আবেদনে তিনি নিবন্ধনের শর্ত পূরণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে (ফিজার) সপ্তম সংসদ নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময় রাখা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।