বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় সম্প্রতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরিব, অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০শে জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন ডিমলার আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঙ্কজ ঘোষ জেলা প্রশাসক নীলফামার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৪টি পরিবার বর্গের মাঝে ৬৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ২ লাখ ৪ হাজার টাকা এছাড়া পরিবার প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারী ও কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রিক ও মিডিয়াকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।