সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
শিহাব আহম্মেদ-স্টাফ রিপোর্টারঃ
সুজানগরে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যাওয়ায় প্রায় ১১হাজার টিউবওয়েল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার সর্বত্র সুপেয় পানির সঙ্কট দেখা দিয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের বাসা-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫২ হাজার হস্তচালিত টিউবওয়েল রয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে প্রায় ৫০ হাজার এবং সরকারি পর্যায়ে ৬ হাজার টিউবওয়েল রয়েছে। চলতি এপ্রিল মাসে প্রচণ্ড খরার কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নীচে নেমে যাওয়ায় সরকারি এবং ব্যক্তি পর্যায়ের প্রায় ১১হাজার টিউবওয়েল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে উপজেলার হাজার হাজার পরিবার তীব্র পানি সঙ্কটে পড়েছেন। উপজেলার মানিকহাট গ্রামের পল্লী চিকিৎসক লিটন খানের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন গত ১০/১২দিন তার টিউবওয়েল পানি উঠছেনা। পানির অভাবে রান্নাবারি এবং খাওয়া-দাওয়া থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজ-কর্মে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই গ্রামের আব্দুল আজিজ মোল্লা বলেন, পানির চাহিদা মেটাতে পরিবারের সদস্যরা দূর-দূরান্তের গভীর নলকূপে ছুটে যাচ্ছেন। তবে দূর-দূরান্তের নলকূপ থেকে টেনে আনা পানি দিয়ে রান্না এবং খাওয়া-দাওয়ার চাহিদা মিটলেও গোসলসহ দৈনন্দিন অন্যান্য কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে তিনি জানান। কোথাও কোথাও গভীর নককূপেও পানি উঠছে না। এতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক কামরুজ্জামান জানান। এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, ভূগর্ভস্থ পানির স্তর চৈত্র-বৈশাখ মাসে ২০/৩০ফুট নীচে নেমে যায়। সেকারণে এ সময় অগভীর নলকূপ বন্ধ হয়ে পানি সঙ্কট দেখা দেয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।