মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
মো: রবি উদ্দিন,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারে চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলা শহরতলী বঙ্গবীর রোডস্থ(আমজাদ আলী রোড) অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার ১৭ জুলাই ২০২৪ ইং, সকাল ১০টার সময় উপজেলার বঙ্গবীর রোডস্থ(আমজাদ আলী রোড) অবস্থিত অত্র এলাকার ও বায়তুন নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে উদ্বোধন করেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলূম ফাদ্বীল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মাহবুব আহমদ সালেহ।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল কদ্দুস নিজামী।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল-ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাছির উদ্দীন, বায়তুন নূর জামে মসজিদ কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম কোরেশী, শ্রীমঙ্গল পৌর আল-ইসলাহ-র সাধারণ সম্পাদক মাওলানা এবি এম শামছুদ্দোহা খাঁন আবু বকর, শ্রীমঙ্গল আলা বক্স জামে মসজিদের ইমাম ও খতিব মওলানা মুফতি আব্দুল মজিদ, হাজী আছদ্দর আলী মসজিদের ইমাম ও খতিব মওলানা মোঃ মঈনুউদ্দিন ফারুকী, রুপসপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা হাফেজ জুনায়েদ আহমদ, দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, আলা বক্স হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ নুরুজ্জামান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ লুৎফুর রহমান, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মোঃ আব্দুল বাছিত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন শাহীন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন, ডাঃ মোঃ নাজেম আল কোরেশী রাফাত, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওহহাব সাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছাফোর রহমান, সাংবাদিক মামুন আহমেদ, সাংবাদিক শামসুল ইসলাম সামীম, সাংবাদিক আমজাদ হোসেন বাচ্চু, সাংবাদিক মোঃ রবি উদ্দিন-সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক-সহ প্রমুখ।
উদ্বোধন শুরুতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রেমে মিলাদ কিয়াম করেন রুপসপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা হাফেজ জুনায়েদ আহমদ, এবং দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্ব মুসলিম উম্মাহ-র জন্য শান্তি কামনা করে দোয়া করেন ও অত্র মসজিদের উন্নয়নের জন্য দোয়া ও মোনাজাত করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ আব্দুল কদ্দুস নিজামী। বায়তুন নূর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন শেষে শতাধিক মানুষের মাঝে সিন্নি (তাবারুক) বিতরণ করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।